মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবসে যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯শ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।
রবিবার ( ১৫আগষ্ট ) সকালে উপজেলার নেহালপুরে অবস্থিত আদ-দ্বীনের কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ-দ্বীন মনিরামপুর উপজেলার আঞ্চলিক ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান। মনিরামপুর উপজেলার পাঁচটি কেন্দ্রের ৮৮০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি চাল ও ১ কেজি মুসুরের ডাল ভর্তি প্যাকেট বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আদ-দ্বীনের নেহালপুর কেন্দ্রের ম্যানেজার মোঃ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী ম্যানেজার হিরণ অধিকারী,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির প্রমুখ। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে খাদ্য সহায়তা গ্রহণকারীদের উদ্দেশ্যে মহামারী করোনা ভাইরাসের সংক্রামন রোধে সচতেনা মূলক পরামর্শ সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহারের আহবান জানান আদ-দ্বীন ওয়েলফেয়ারের কর্মকর্তারা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply