December 3, 2024, 5:33 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
যশোর জংশনে থেকে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা এখনওদেশ স্বৈরাচারমুক্ত হয়নি, জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াতে আমির। ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বে। -জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ভালুকায় ছাত্র দলের আহবায়ক লুৎফর রহমান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে …..লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি, লায়ন মোঃ গনি মিয়া বাবুল। খাগড়াছড়ির সাজেকে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গুলি, আটকে আছে অনেক পর্যটক। ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও চিৎপুর রয়েছে চিৎপুরেই বেনাপোল স্হল পথে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল। ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার হিন্দু সম্প্রদায় ইস্কনের এই ধরণের কার্যকলাপকে নিন্দা জানাই যশোর কমিটি ঘোষণার ১দিন পরেই বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদত্যাগ। ভাষাশহিদ আবদুস সালামের জন্মবার্ষিকী পালিতভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক যশোর পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৩ যুবক আটক। গাজীপুর সিটি কমিটি ঘোষণা করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটি অনুমোদন। বরেণ্য সাংবাদিক নুরুদ্দিন আহমেদকে নেপালে সংবর্ধনা প্রদান ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দেখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। -তারেক রহমান বেনাপোল স্থলবন্দরে ৮৯১ শ্রমিক ইউনিয়নের “বিশেষ সাধারণ সভা’ অনুষ্ঠিত র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার। শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত এবং তার পরিবারকে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ঢাবি আসা লোকজনকে বিতাড়িত করা হয়েছে। মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী শাহজাহানের দোসরদের পুর্নবাসন করছে বিএনপি নেতা বাবুল। যাত্রী হয়রানীর কারনে বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ।

মামুন বাবুল এর কবিতা, চির অমর শেখ মুজিব

মামুন বাবুল এর কবিতা, চির অমর শেখ মুজিব

বাংলার পথে -প্রান্তরে বাঙ্গালী জাতির হৃদয়ে
প্রতি ক্ষণে ক্ষণে প্রতি ঘরে ঘরে
থাকিবে তোমারই নাম
একাত্তরের স্বাধীনতার মহানায়ক
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তোমার ডাকে সারা দিয়ে
যুদ্ধ করেছে দামাল ছেলেরা!
বাংলার রুপরেখা যেন -তোমারি
কমল সরু তমাল তনুর
নিপুন রং তুলিতে গড়া!
সাহসী বীর – তোমার নির্দেশে,
বেধেছিলো সাহসী বাঙ্গালী জোট!
সাত কোটি বাংলা মায়ের সন্তান।
অনাহারে যুদ্ধ করে জীবন দিয়ে-
বুকের তাজা রক্ত দিয়ে,
রেখেছিলে তবুও বাংলা মান।
মানিকহারা দুখিনী মায়ের –
হাতে হাত রেখে!
সেদিন তুমি বলেছিলে তারে,
কেঁদোনা লক্ষি মা জননী!
মনে কর তুমি আজিই,
আমরা তোমারই হতভাগা ছেলে!
হতভাগী জননী সেদিন
চায় ফ্যাল ফ্যালিয়ে,
মানুষের দুঃখ -দুর্দশায় যে তোমার নয়নে অশ্রু ঝড়েছে কত!
গৃহ হারা মানুষ কত আশ্রয় দিয়েছো,
সেবা ও কর্ম দিয়েছো শত শত!
দেশ ও দশের কাজ করে গেছো,
বিরামহীন দিবানীশি অবিরত!
তুমি মহান নেতা –
দুষ্টরে তুমি করেছো ক্ষমা!
শত্রুকে তুমি ভেবেছো মিত্র,
সত্য -ন্যায়ের পথ দেখিয়ে-
শত্রু সেনার হাতে তোমার,
দিতে হলো প্রান!
দেশের শত্রু তুমি করেছ দমন সত্যেই ছিলে অবিচল!
তোমায় দেখে ভয় পেতো ওরা,
শত সহস্র দেশ দানবের দল!
তোমারি সুনাম ছড়িয়ে ছিল সেদিন,
দূর থেকে বহু দূর- দূরান্তরে!
কত সুখ ছিল যে সেদিন –
বাংলার মায়ের বুকে,
কত যে শান্তি ছিলো অভাগী মায়ের কোলে!
কত নিরবে ঘুমিয়ে ছিলো,
গরীবের কুঁড়ে ঘরে!
চিত্ত মনে বিত্ত নিয়ে মানুষ,
ঘুমাতো দরজা দুটো খুলে!
গভীর রজনীতে পথ চলিত একা,
কোনোও ভয় ভীতি ছিলনা বলে!
দেশে চোর ছিলোনা ডাকাত ছিলনা,
ছিলনা কোনো অন্যায় অবিচার!
অন্যায়ের পথে করেছো লড়াই,
সত্যকে করেছো তুমি জয়।
মনে তোমার ছিলনা কোনো বড়াই!
তুমিতো ছিলে সবারই বন্ধু,
ছিলে সবার কাছেই প্রিয়।
তোমায় ভালো বাসেনি যারা,
যাদের হৃদয় ছিলো কালো!
শয়তান -দূরাচার যালিমের সাথে-
কোনো আপোষ করনিগো তুমি।
অর্থ -সম্পদ লোভ-মোহ করনি তো জানি!
দেশের জন্য নিরব নিথরে কেঁদেছো কত,
সামান্য সুখটুকুও পেতে যদি!
শুধুই চেয়েছিলে তুমি,
একটি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা,
একটি লাল-সবুজের পতাকা,
একটি গান- কবিতা ও নাটক,
তব বাঙ্গালী জাতির হাতে তুলে দিতে!
রাষ্ট্রীয় কতিপয় সেনা শত্রু নরপিচাশ হায়েনার দল চেনেনি কো তোমায় ঘটাকরে সদা বুঝিয়াছে ভুল!
নীশিশেষে দ্বিপ্রহরে তাইতো তোমার সপরিবারে
পঁচাত্তরের পনেরই আগস্ট -ওরা করিয়াছে খুন!
বাঁচতে পারেনি সেদিন অবুঝ শিশু শেখ রাসেল
তোমার মতো মহান নেতাকে খুন করেছে যার
স্বাধীন বাংলার বুকে চির ঘৃণিত রবে তারা।
গণতন্ত্রের প্রহসন করে
ক্ষমতা দখল করে বারবার?
জনগণের জানমালের ক্ষতি করে,
দেশে বারিয়েছে হা হা কার!
কালো দাগে সাদা পোশাক বহুরূপী সেজে অর্থ লোভীরা ফায়দা লুটছে বার বার।
ভাগ্য গুনে ভাগ্যলক্ষিরা প্রবাসে থাকায়,
শেখ হাসিনা ও রেহেনাকে আল্লাহ প্রানে বাঁচায়!
কত মায়ের বুক খালি করেছে ওরা,
শত শত মানুষ পঙ্গু করেছে তারা!
রাতের শেষে বঙ্গবন্ধু তোমারে –
খুন করেছে যারা
দেশের শহীদের রক্তে ভেজা মাটিতে শান্তির নীড় গড়িতে পারেনাই তারা।
বাংলার মাটি শেখ মুজিবের ঘাটি,
কৃষকের মাঠে মাঠে বাংলার ঘরে ঘরে, আজও বাউয়েলেরা গাইছে তোমার গুনগান।
প্রতি মানুষের মনে তোমার স্মৃতি রবে বাংলায় চির অম্লান।
বাংলার ফুলফল মাটি যতদিন রবে
ততদিন মানুষের হৃদয়ে থাকিবে তোমার নাম,
সত্যি যে চির মহাননেতা তুমি চির অমর,
বাঙ্গালী জাতির জনক কৃতি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান!!

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com