May 19, 2024, 10:36 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে ব্যাপক বিক্ষোভ বাঙালির দাবি ভাষা শহীদ রেলস্টেশন। ১৯ মে আসামের বাংলা ভাষা শহিদ দিবস পালিত নিয়াজুর রহমান নিয়াজ একজন চতুর প্রতারক, চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের কাছথেকে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। টংগিবাড়ী বাজারের পাশে পুকুরের ঘাটলায় ময়লার ভাগার ঝুঁকিতে পরিবেশ। শুধু ভারত,বাংলাদেশ নয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও কবিগুরুর লিখা। সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধাঁরে বিমান অবতরণ করার সুযোগ দিবে এটা মানা যায় না- আলাল ঋতম্ভরা বন্দোপাধ্যায় একজন মাল্টি ট্যালেন্টেড কলকাতার মেয়ে! বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে ভ্রমণ ভিসায় প্রবেশ বন্ধ। ভালুকায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ১ শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য, ইসি আহসান হাবিব। মেদ কমাতে পাতিলেবুর উপকারিতা। আমি হাওয়া ভবনের মতো কোনো ‘খাওয়া ভবন’ করিনি, যা ব্যবসার জন্য অসুবিধা তৈরি করবে। মুন্সিগঞ্জের টংগিবাড়ী তে পুকুর থেকে মিললো কষ্টি পাথরের মূর্তি ভালুকায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু বিমানের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দু দুদক। জাতীয় প্রেসক্লাবের সামনে অধিকার আদায় মঞ্চের আত্মপ্রকাশ ও ফারাক্কা লংমার্চ পালিত। কেশবপুর থানার ওসি ও উপজেলা চেয়ারম্যান সহ তিন জনের নামে চাঁদাবাজির মামলা। বাঙালি যাদের মনে রাখেনি, ঐতিহাসিক মহেঞ্জোদারোর আবিষ্কার কর্তা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস ৩০মে অনলাইনে আলোচিত তনির ভয়ংকর প্রতারণা, সানভীস বাই তনি’র শোরুম সিলগালা। ভালুকায় নবনির্মিত ৩টি রাস্তার উদ্ধোধন ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে। যশোরের শার্শায় চাচাকে হত্যার দায়ে ১১ বছর পর ভাতিজার মৃত্যুদণ্ড। ভালুকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চোখ বলে দিবে শরীরে আছে কতশত রোগ, জানা যাবে স্বাস্থ্যের অবস্থা! আগামী বাজেটে জলবায়ুর উপর প্রাধান্য দেওয়া জরুরি – আতিউর রহমান বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীসুবিধা ফিঃ অনলাইনে পরিশোধ করতে হবে। দেশ সেরা যশোর শিক্ষা বোর্ড এস এস সিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীতে কবি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় আসাদুল হিমেল ও নাসিমার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন।

মামুন বাবুল এর কবিতা, চির অমর শেখ মুজিব

মামুন বাবুল এর কবিতা, চির অমর শেখ মুজিব

বাংলার পথে -প্রান্তরে বাঙ্গালী জাতির হৃদয়ে
প্রতি ক্ষণে ক্ষণে প্রতি ঘরে ঘরে
থাকিবে তোমারই নাম
একাত্তরের স্বাধীনতার মহানায়ক
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তোমার ডাকে সারা দিয়ে
যুদ্ধ করেছে দামাল ছেলেরা!
বাংলার রুপরেখা যেন -তোমারি
কমল সরু তমাল তনুর
নিপুন রং তুলিতে গড়া!
সাহসী বীর – তোমার নির্দেশে,
বেধেছিলো সাহসী বাঙ্গালী জোট!
সাত কোটি বাংলা মায়ের সন্তান।
অনাহারে যুদ্ধ করে জীবন দিয়ে-
বুকের তাজা রক্ত দিয়ে,
রেখেছিলে তবুও বাংলা মান।
মানিকহারা দুখিনী মায়ের –
হাতে হাত রেখে!
সেদিন তুমি বলেছিলে তারে,
কেঁদোনা লক্ষি মা জননী!
মনে কর তুমি আজিই,
আমরা তোমারই হতভাগা ছেলে!
হতভাগী জননী সেদিন
চায় ফ্যাল ফ্যালিয়ে,
মানুষের দুঃখ -দুর্দশায় যে তোমার নয়নে অশ্রু ঝড়েছে কত!
গৃহ হারা মানুষ কত আশ্রয় দিয়েছো,
সেবা ও কর্ম দিয়েছো শত শত!
দেশ ও দশের কাজ করে গেছো,
বিরামহীন দিবানীশি অবিরত!
তুমি মহান নেতা –
দুষ্টরে তুমি করেছো ক্ষমা!
শত্রুকে তুমি ভেবেছো মিত্র,
সত্য -ন্যায়ের পথ দেখিয়ে-
শত্রু সেনার হাতে তোমার,
দিতে হলো প্রান!
দেশের শত্রু তুমি করেছ দমন সত্যেই ছিলে অবিচল!
তোমায় দেখে ভয় পেতো ওরা,
শত সহস্র দেশ দানবের দল!
তোমারি সুনাম ছড়িয়ে ছিল সেদিন,
দূর থেকে বহু দূর- দূরান্তরে!
কত সুখ ছিল যে সেদিন –
বাংলার মায়ের বুকে,
কত যে শান্তি ছিলো অভাগী মায়ের কোলে!
কত নিরবে ঘুমিয়ে ছিলো,
গরীবের কুঁড়ে ঘরে!
চিত্ত মনে বিত্ত নিয়ে মানুষ,
ঘুমাতো দরজা দুটো খুলে!
গভীর রজনীতে পথ চলিত একা,
কোনোও ভয় ভীতি ছিলনা বলে!
দেশে চোর ছিলোনা ডাকাত ছিলনা,
ছিলনা কোনো অন্যায় অবিচার!
অন্যায়ের পথে করেছো লড়াই,
সত্যকে করেছো তুমি জয়।
মনে তোমার ছিলনা কোনো বড়াই!
তুমিতো ছিলে সবারই বন্ধু,
ছিলে সবার কাছেই প্রিয়।
তোমায় ভালো বাসেনি যারা,
যাদের হৃদয় ছিলো কালো!
শয়তান -দূরাচার যালিমের সাথে-
কোনো আপোষ করনিগো তুমি।
অর্থ -সম্পদ লোভ-মোহ করনি তো জানি!
দেশের জন্য নিরব নিথরে কেঁদেছো কত,
সামান্য সুখটুকুও পেতে যদি!
শুধুই চেয়েছিলে তুমি,
একটি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা,
একটি লাল-সবুজের পতাকা,
একটি গান- কবিতা ও নাটক,
তব বাঙ্গালী জাতির হাতে তুলে দিতে!
রাষ্ট্রীয় কতিপয় সেনা শত্রু নরপিচাশ হায়েনার দল চেনেনি কো তোমায় ঘটাকরে সদা বুঝিয়াছে ভুল!
নীশিশেষে দ্বিপ্রহরে তাইতো তোমার সপরিবারে
পঁচাত্তরের পনেরই আগস্ট -ওরা করিয়াছে খুন!
বাঁচতে পারেনি সেদিন অবুঝ শিশু শেখ রাসেল
তোমার মতো মহান নেতাকে খুন করেছে যার
স্বাধীন বাংলার বুকে চির ঘৃণিত রবে তারা।
গণতন্ত্রের প্রহসন করে
ক্ষমতা দখল করে বারবার?
জনগণের জানমালের ক্ষতি করে,
দেশে বারিয়েছে হা হা কার!
কালো দাগে সাদা পোশাক বহুরূপী সেজে অর্থ লোভীরা ফায়দা লুটছে বার বার।
ভাগ্য গুনে ভাগ্যলক্ষিরা প্রবাসে থাকায়,
শেখ হাসিনা ও রেহেনাকে আল্লাহ প্রানে বাঁচায়!
কত মায়ের বুক খালি করেছে ওরা,
শত শত মানুষ পঙ্গু করেছে তারা!
রাতের শেষে বঙ্গবন্ধু তোমারে –
খুন করেছে যারা
দেশের শহীদের রক্তে ভেজা মাটিতে শান্তির নীড় গড়িতে পারেনাই তারা।
বাংলার মাটি শেখ মুজিবের ঘাটি,
কৃষকের মাঠে মাঠে বাংলার ঘরে ঘরে, আজও বাউয়েলেরা গাইছে তোমার গুনগান।
প্রতি মানুষের মনে তোমার স্মৃতি রবে বাংলায় চির অম্লান।
বাংলার ফুলফল মাটি যতদিন রবে
ততদিন মানুষের হৃদয়ে থাকিবে তোমার নাম,
সত্যি যে চির মহাননেতা তুমি চির অমর,
বাঙ্গালী জাতির জনক কৃতি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান!!

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com