বাংলার পথে -প্রান্তরে বাঙ্গালী জাতির হৃদয়ে
প্রতি ক্ষণে ক্ষণে প্রতি ঘরে ঘরে
থাকিবে তোমারই নাম
একাত্তরের স্বাধীনতার মহানায়ক
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তোমার ডাকে সারা দিয়ে
যুদ্ধ করেছে দামাল ছেলেরা!
বাংলার রুপরেখা যেন -তোমারি
কমল সরু তমাল তনুর
নিপুন রং তুলিতে গড়া!
সাহসী বীর – তোমার নির্দেশে,
বেধেছিলো সাহসী বাঙ্গালী জোট!
সাত কোটি বাংলা মায়ের সন্তান।
অনাহারে যুদ্ধ করে জীবন দিয়ে-
বুকের তাজা রক্ত দিয়ে,
রেখেছিলে তবুও বাংলা মান।
মানিকহারা দুখিনী মায়ের –
হাতে হাত রেখে!
সেদিন তুমি বলেছিলে তারে,
কেঁদোনা লক্ষি মা জননী!
মনে কর তুমি আজিই,
আমরা তোমারই হতভাগা ছেলে!
হতভাগী জননী সেদিন
চায় ফ্যাল ফ্যালিয়ে,
মানুষের দুঃখ -দুর্দশায় যে তোমার নয়নে অশ্রু ঝড়েছে কত!
গৃহ হারা মানুষ কত আশ্রয় দিয়েছো,
সেবা ও কর্ম দিয়েছো শত শত!
দেশ ও দশের কাজ করে গেছো,
বিরামহীন দিবানীশি অবিরত!
তুমি মহান নেতা –
দুষ্টরে তুমি করেছো ক্ষমা!
শত্রুকে তুমি ভেবেছো মিত্র,
সত্য -ন্যায়ের পথ দেখিয়ে-
শত্রু সেনার হাতে তোমার,
দিতে হলো প্রান!
দেশের শত্রু তুমি করেছ দমন সত্যেই ছিলে অবিচল!
তোমায় দেখে ভয় পেতো ওরা,
শত সহস্র দেশ দানবের দল!
তোমারি সুনাম ছড়িয়ে ছিল সেদিন,
দূর থেকে বহু দূর- দূরান্তরে!
কত সুখ ছিল যে সেদিন –
বাংলার মায়ের বুকে,
কত যে শান্তি ছিলো অভাগী মায়ের কোলে!
কত নিরবে ঘুমিয়ে ছিলো,
গরীবের কুঁড়ে ঘরে!
চিত্ত মনে বিত্ত নিয়ে মানুষ,
ঘুমাতো দরজা দুটো খুলে!
গভীর রজনীতে পথ চলিত একা,
কোনোও ভয় ভীতি ছিলনা বলে!
দেশে চোর ছিলোনা ডাকাত ছিলনা,
ছিলনা কোনো অন্যায় অবিচার!
অন্যায়ের পথে করেছো লড়াই,
সত্যকে করেছো তুমি জয়।
মনে তোমার ছিলনা কোনো বড়াই!
তুমিতো ছিলে সবারই বন্ধু,
ছিলে সবার কাছেই প্রিয়।
তোমায় ভালো বাসেনি যারা,
যাদের হৃদয় ছিলো কালো!
শয়তান -দূরাচার যালিমের সাথে-
কোনো আপোষ করনিগো তুমি।
অর্থ -সম্পদ লোভ-মোহ করনি তো জানি!
দেশের জন্য নিরব নিথরে কেঁদেছো কত,
সামান্য সুখটুকুও পেতে যদি!
শুধুই চেয়েছিলে তুমি,
একটি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা,
একটি লাল-সবুজের পতাকা,
একটি গান- কবিতা ও নাটক,
তব বাঙ্গালী জাতির হাতে তুলে দিতে!
রাষ্ট্রীয় কতিপয় সেনা শত্রু নরপিচাশ হায়েনার দল চেনেনি কো তোমায় ঘটাকরে সদা বুঝিয়াছে ভুল!
নীশিশেষে দ্বিপ্রহরে তাইতো তোমার সপরিবারে
পঁচাত্তরের পনেরই আগস্ট -ওরা করিয়াছে খুন!
বাঁচতে পারেনি সেদিন অবুঝ শিশু শেখ রাসেল
তোমার মতো মহান নেতাকে খুন করেছে যার
স্বাধীন বাংলার বুকে চির ঘৃণিত রবে তারা।
গণতন্ত্রের প্রহসন করে
ক্ষমতা দখল করে বারবার?
জনগণের জানমালের ক্ষতি করে,
দেশে বারিয়েছে হা হা কার!
কালো দাগে সাদা পোশাক বহুরূপী সেজে অর্থ লোভীরা ফায়দা লুটছে বার বার।
ভাগ্য গুনে ভাগ্যলক্ষিরা প্রবাসে থাকায়,
শেখ হাসিনা ও রেহেনাকে আল্লাহ প্রানে বাঁচায়!
কত মায়ের বুক খালি করেছে ওরা,
শত শত মানুষ পঙ্গু করেছে তারা!
রাতের শেষে বঙ্গবন্ধু তোমারে –
খুন করেছে যারা
দেশের শহীদের রক্তে ভেজা মাটিতে শান্তির নীড় গড়িতে পারেনাই তারা।
বাংলার মাটি শেখ মুজিবের ঘাটি,
কৃষকের মাঠে মাঠে বাংলার ঘরে ঘরে, আজও বাউয়েলেরা গাইছে তোমার গুনগান।
প্রতি মানুষের মনে তোমার স্মৃতি রবে বাংলায় চির অম্লান।
বাংলার ফুলফল মাটি যতদিন রবে
ততদিন মানুষের হৃদয়ে থাকিবে তোমার নাম,
সত্যি যে চির মহাননেতা তুমি চির অমর,
বাঙ্গালী জাতির জনক কৃতি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান!!
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply