মাহমুদুল হাসান,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে মোছাঃ সুমি খাতুন (৩০) ও তার শিশু কন্যা আখি মনি (৬) পারিবারিক কলহের জেরে বিষপানে আত্নহত্যা করেছে। নিহত সুমি শুড়ারঘোপ গ্রামের সিরাজুল ইসলামের কন্যা ও স্বামী পরিত্যাক্তা হওয়ায় শিশু সন্তানকে নিয়ে পিতার গৃহে বসবাস করে আসছিলেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে অভিমানে নিজ পিত্রালয়ে মেয়েকে বিষপান করিয়ে ও পরে নিজে বিষপান করে আত্নহত্যা করেছে বলে স্থানীয়রা জানান। ঘটনার তথ্য সুত্রে পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা জানান,বিগত ৩ বছর পূর্বে সুমি খাতুনের বিবাহ বিচ্ছেদ ঘটে। সে থেকে ৩ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পিতার গৃহে বসবাস করছিলেন তিনি। পিতারগৃহে থাকায় তাদের সংসারে অশান্তি চলছিলো। মঙ্গলবার দিন সুমির মায়ের সাথে ঝগড়া বাধলে এক পর্যায়ে নিজ সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্নহত্যার পথ বেছে নেয়।
লক্ষনপুর ইউনিয়নের ইউপি সদস্য মমিনুল হোসেন জানান, মায়ের উপর অভিমান থেকে রাত আনুমানিক ৮ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা ও মেয়ে উভয়ই বিষপান করে। পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন ও সুমি কে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সুমি রাত ৯টার কিছু সময় পর মারা যান। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংবাদ লেখাকালীন সময়ে মা ও শিশু কন্যার লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। মা মেয়ের বিষপানে আত্নহত্যার ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply