নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে। কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের সরকার কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন, যা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। এমনকি মহামারি কোভিড-১৯ দুর্যোগের মধ্যেও বাংলাদেশের কৃষি নিরবচ্ছিন্নভাবে এদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাদ্য যোগানের পাশা পাশি অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছেন। কৃষকের সার-বীজের দাম হাতের নাগালে রেখেছেন। কৃষকের যাতে তার ফসল উৎপাদনে কোন বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেসবাহুল ইসলাম।
কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে দেশের প্রকৃত উন্নয়ন। তাই কৃষি উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরে কৃষি কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে। গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।গতকাল রোববার রাতে যশোর সার্কিট হাউজে ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরো বেগবান করার স্বার্থে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময়কালে বক্তব্য রাখেন, বিএডিসি চেয়ারম্যান কৃষিবিদ ড. অমিতাভ সরকার, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, এসআরডিআই মহাপরিচালক বিধান কুমার ভান্ডার, ব্রি মহাপরিচালক ড. মো শাহজাহান কবির, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।
এসময় যশোর জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশে কৃষি মন্ত্রী বলেন, দেশের শতভাগ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কৃষিক্ষেত্রকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখেন ওবিবেচনা করেছে। এ কারণে মাত্র কয়েক বছরে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে। বর্তমানে গ্রামের মানুষও মাছ, মাংস, ডিম, দুধসহ যাবতীয় খাদ্যের চাহিদা মেটাতে পারছেনও।এর ফলে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে তাল মিলিয়ে মেধা ও সৃজনশীলতায় অনেক এগিয়ে যাচ্ছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন, তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। তেমনিভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রামের মানুষের খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষাখাতে গুরুত্ব দিয়েছেন। ফলে গ্রাম কে বর্তমানে শহর হওয়ার পথে অগ্রসর হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply