ঢাকা থেকে দলীয় কর্মসূচীতে চাঁদপুর যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অন্য নেতাদের যাত্রাপথে যেমন বিশাল গাড়িবহর থাকে, তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। বহরে আট দশটির মতো গাড়ি নিয়ে মতলব টোল প্লাজায় পৌঁছান তিনি এরপরই তিনি করেন তাতে আশ্চর্য হয়ে যান সবাই। মতলব টোলপ্লাজায় এসেই শিক্ষামন্ত্রী ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। এরপর তিনি তার বহরে থাকা সবকটি গাড়ির টোল প্রদান করেন। এমন কাজ করে সবার মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন দীপু মনি। টোল আদায়কারীরা বলছেন, অনেকেই সেতু ব্যবহার করেলও টোল দিতে চান না। বিভিন্ন পরিচয় দিয়ে চলে যান। কিন্তু তিনিই (শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি) একমাত্র ব্যক্তি যিনি নির্ধারিত হারে টোল প্রদান না করে সেতু অতিক্রম করেন না। এই বিষয়গুলোই শিক্ষামন্ত্রীকে উচ্চাসনে নিয়ে গেছে। চাঁদপুরবাসীও বলছেন, অনেক নেতাই পদ পদবী পেলে নিজেদের ভিআইপি মনে করেন। প্রচলিত নিয়ম-নীতির তোয়াক্কা করেন না তারা। অথচ দীপু মনি সেখানে একেবারেই ব্যতিক্রম। মন্ত্রী হয়েও তিনি সাধারণভাবে চলাফেরা করতেই বেশি পছন্দ করেন। ভিআইপি পরিচয় খাটিয়ে তিনি কখনই নিয়ম নীতি লংঘন করেন না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply