নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
সম্রাটকে গ্রেফতার দেখানো পূর্বক ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। এদিকে তার আইনজীবীরা সম্রাটের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন অস্ত্র মামলায় ৫ ও মাদক মামলায় ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী সম্রাটকে এই দুই মামলায় গ্রেফতার দেখান।
আজ সকালে রিমান্ড শুনানির জন্য সম্রাটকে কারাগার থেকে আদালতে আনা হয়। এদিকে পুরান ঢাকার সিএমএম আদালত চত্বরে বাইরে ভিড় করে যুবলীগ নেতাকর্মীরা। এর আগে ৯ অক্টোবর ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালত, এ বিষয় শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply