টাঙ্গাইল প্রতিনিধিঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইলের ৮ মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে মহিলা মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেয়া হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন-পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, বীরমুক্তিযোদ্ধা রবিজান, বীরমুক্তিযোদ্ধা শেফালী ও বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার বীরমুক্তিযোদ্ধা কাজী ফিরোজা ইসলাম বিউটি ও বীরমুক্তিযোদ্ধা জহুরা খাতুন, কালিহাতী উপজেলার বীরমুক্তিযোদ্ধা হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা রবিজান, সখিপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোছা. ফাতেমা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা শেফালী, দেলদুয়ার উপজেলার বীরমুক্তিযোদ্ধা রিক্তা বেগমকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply