নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের হাট বাজার ইজারার সেলামি , ট্রেড লাইসেন্স ফি , ঠিকাদারের বিলসহ নানা রকম আয় ও করের টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি । এতে এক অর্থবছরেই সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে ।
শুধু নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনই নয় । এ তালিকায় রয়েছে ঢাকা উত্তর , দক্ষিণ সহ জেলা ও উপজেলা পরিষদ , পৌরসভাও ।
একটি অডিট আপত্তিতে দেখা যায় , ভুয়া বিল ভাউচারে অস্তিত্তহীন সি এন জি স্টেশনের নামে গ্যাস ক্রয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার টাকা । কমিটি এসব টাকা দুই মাসের মধ্যে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছেন । একই সঙ্গে তা কমিটিকে অবহিত করার নির্দেশ দিয়েছেন ।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সব নির্দেশনা দেওয়া হয়েছে ।
অডিট রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখা যায় , গুমতি ফিলিং স্টেশনের নামে কোনো সি এন জি গ্যাস স্টেশন না থাকা সত্ত্বেও ভুয়া বিল ভাউচারে এই স্টেশনের নামে বিভিন্ন গাড়ির সি এন জি গ্যাস ক্রয় দেখানো হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৯৪ হাজার টাকা। পুরো টাকাটাই সরকারের রাজস্ব ক্ষতি ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply