আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় ধাপে দু’শতাংশ জমিসহ আশ্রয়ন প্রকল্পের আধা পাকা ঘর পেয়েছে আরো ৪৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান ডঃসেলিনা রশিদ সহ অন্যরা। প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্সের পর ঘরগুলোর সুবিধাভোগীদের হাতে কাগজ পত্র হস্তান্তর করা হয়।
অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
ঘর প্রাপ্ত ব্যক্তিরা ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। l
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply