জয়পুরহাট শহরের খঞ্জনপুর চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডি কার্ডসহ আলমগীর হোসেন (৫০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আলমগীর জয়পুরহাট সদর উপজেলার সওদাগর পাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।
র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, অভিযুক্ত আলমগীর হোসেন বিভিন্ন সময় র্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকুরি, বিদেশ পাঠানো, পাওনা টাকা আদায় করে দেয়ার নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করতো এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি সেনাবাহিনীর ও একটি সিআইডির ভুয়া আইডি কার্ড, র্যাবের পোশাক পরিহিত দুইকপি পার্সপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটর সাইকেলসহ নগদ ৭হাজার ৬শ’টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেয়া হয়েছে।
র্যাব ৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply