মুবিনুল হুদা চৌধুরি সোহাইল জেলা প্রতিনিধি কক্সবাজার। কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা এলাকায় র্যাব-১৫ এর অভিযানে দুইজন ছিনতাইকারী আটক।
১৬মে সোমবার র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ সুগন্ধা বীচ সংলগ্ন বায়তুল মা’মুর জামে মসজিদের মূল গেইটের সামনে কতিপয় অপরাধী মাদকদ্রব্য বিক্রয় এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল একই তারিখ আনুমানিক ২৩.০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে বিক্রম জসিম (৩৫), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানাঃ সাং-উলিয়াবাদ, ৪ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার (বর্তমানে-সুগন্ধা সৈকতপাড়া, সেলিনা অটো-রিকশার গ্যারেজ, ১২ ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) অপরজন হল মোঃ রুবেল (২৮), পিতা-মৃত নবী হোসেন, স্থায়ী ঠিকানা-কলেজপাড়া, ০৭ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার (বর্তমানে-পেশকার পাড়া কাজী জুনায়েত এর বাড়ির ভাড়াটিয়া, ০৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, উভয় থানা ও জেলা-কক্সবাজার)’দ্বয়কে গ্রেফতার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০৮ পুরিয়া গাঁজা, ০১ টি ছুরি ও ০১ টি চাকু উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply