নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। আন্তর্জাতিক চেকপোস্ট স্হল বন্দর বেনাপোল স্হল দিয়ে ভারত থেকে সড়ক পথে আসা লাগেজ পার্টি নামে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৩০ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা ।
আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি তিন হাজার ৫৪৯ পিস, থ্রিপিস দুই হাজার ৯৩০পিস, চকলেট দুই হাজার ৭০২ কেজি, কসেমেটিকস দশ হাজার ৪২২ পিস, মেডিসিন দুই শত৬২ কেজি, মদ ৮৬ কেজি, জুয়েলারি- ৪৫১ কেজি, ফেব্রিকস ৯৯৬ কেজি, কম্বল ১২৩ কেজি, মেশিনারি যন্ত্রাংশ চার হাজার ৪৬৫ কেজি, স্যান্ডেল ১০৪ কেজি, মোবাইল সেট ১০টি।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমান এর নির্দেশে যুগ্ম কমিশনার আঃ রশিদ মিয়া বিগত গত ১০ মাসে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ ল্যাগেজ তল্লাশি করে এসব পণ্য আটক করেছেন। এ সময় এক হাজার ৬১৩টি বিভাগীয় মামলা দায়ের করেছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সুত্র জানান, ব্যাগেজ রুলস’এর বহির্ভূত পণ্য আনে একটি চক্র দীর্ঘদিন ধরে তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। যুগ্ম কমিশনার আঃ রশিদ মিয়া বেনাপোল হাউস যোগদানের পরপরই তিনি চেকপোস্টে রাজস্ব ফাঁকি রোধে কঠোর ভূমিকা গ্রহণ করার কারনে ৩০ কোটি টাকার রাজস্ব আয় করা সম্ভব হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আঃ রশিদ মিয়া জানায়, সরকারি রাজস্ব আহরণে চোরা চালান প্রতিরোধে কাজ করছেন কাস্টমস কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বেনাপোল কাস্টমস হাউস চেকপোস্ট অরক্ষিত ছিল, এখান থেকে সরকার কোনো রাজস্ব আয় ছিল না। বর্তমানে আমরা রাজস্ব আয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করি বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply