মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, কক্সবাজা জেলা প্রতিনিধি। র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন কালারপাড়ায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ মে ২০২২ ইং তারিখ ২১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহাবুদ্দিন (৩৯), পিতা-মোঃ গোলাম কাদের, সাং-কালারপাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হেফাজতে থাকা এবং তার দেখানো মতে পার্শ্ববর্তী খেজুর গাছের নিচ হতে ০১টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী নিজ এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদককারবারী। সে তার সহযোগীদের নিয়ে তার এলাকায় নৈরাজ্য সৃষ্টি করত এবং ব্যবসায়ী, নির্মাণ কাজের ঠিকাদার এবং ধনী ব্যক্তিদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা নিত। এলাকার লোকজন তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply