নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। র্যাব-৬ যশোর সিপিসি-৩ এর অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শিব দাস (৩২)। সে যশোর মণিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামেরঃ দাসপাড়ার দুলাল দাসের ছেলে। গতকাল শুক্রবার রাত ৪টার ৩০মিঃ দিকে বেনাপোল পোর্ট থানার কাস্টমস হাউল পাশবর্তী বেনাপোল পৌরএলাকার ছোট আঁচড়া গ্রামঃ থেকে তাকে আটক করা হয়।
যশোরের মনিরামপুরে মুসলিম বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করে ভারতে পালানোর সময় বেনাপোল পৌর এলাকা থেকে শিব দাস (৩২) নামে এক হিন্দু যুবক কে আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা গন।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে ধর্ষিতার বিস্তারিত পরিচয় আইন সম্মতভাবে গোপন রাখা হলেও সে যে একজন মুসলিম প্রতিবন্ধী সেটি উল্লেখ করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ইং ০১/০৬/২০২২ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় যশোর জেলার মণিরামপুর উপজেলার থানার মামলা নং ০৩/১২৩, তারিখ- ০৩/০৬/২০২২, ধারা- ৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধণী ২০০৩ এর ১৮ বয়সী (বুদ্ধি প্রতিবন্ধি) ভিকটিম’কে তার খালা বাড়ি যাওয়ার পথিমধ্যে এজাহারে উল্লেখিত আসামীদ্বয় বিভিন্ন লোভ লালসাসহ বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করিয়া মণিরামপুর থানাধীন পাঁচ কড়ি গ্রামে নিয়ে ১নং আসামীর আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছিল।
এছাড়াও মনিরামপুর থানাধীন হোগলাডাঙ্গা গ্রামের এক বাগানে একই তারিখ আনুমানিক রাত ০৯.০০ ঘটিকার সময় আবারো ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে আসামীদ্বয় ভিকটিমকে হোগলাডাঙ্গা বাজারে রেখে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় মনিরামপুর থানায় অপহরণ করা ধর্ষণ মামলা রুজু হয় আসামীকে গ্রেপ্তারের জন্য র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয় এবং গত ইং ১০/০৬/২২ খ্রিঃ তারিখ রাত ১৬.৩০মিঃ সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ২নং আসামী শিব দাস (৩২), পিতা- দুলাল দাস,গ্রামঃ হোগলাডাঙ্গা দাসপাড়া, থানা- মণিরামপুর, জেলা- যশোর, বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস কাস্টমস হাউল পাশবর্ত আশ পাশের এলাকায় আত্মগোপন করে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপরোক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শিব দাস’কে গ্রেপ্তার করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply