ইব্রাহীম বাঘাইছড়ি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে বিদায়ী ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়ার বিদায় সংবর্ধনা ও নবযোগদানকৃত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ শরিফুল আবেদ এসজিপি, পদাতিক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষ।
২৮ জুন সকাল ১০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে, উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া পিএসসি আর্টিলারি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবযোগদানকৃত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ শরিফুল আবেদ এসজিপি,পদাতিক, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন, সাবেক পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, মারিশ্যা জোনের প্রতিনিধি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, গোয়েন্দা সংস্থা সদস্য ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, সমগ্র বাঘাইছড়ি উপজেলার পক্ষ থেকে বিদায়ী জোন কমান্ডার ও নবাগত জোন কমান্ডার কে স্বাগত জানিয়ে বলেন, বিদায়ী জোন অধিনায়ক বাঘাইছড়িবাসীর জন্য যে অবদান রেখেছে তা ভুলার মতো নয়, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং নবাগত জোন কমান্ডারকে সাথে নিয়ে বাঘাইছড়িকে আরো এগিয়ে নিতে পারবো এই আশাবাদী।
নবাগত জোন কমান্ডার বলেন, আমি আশা করব, সকলেই সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসবেন। আমিও কথা দিচ্ছি সবাই মিলে মিশে কাজ করব, আপনারও আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, আমিও পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে বাঘাইছড়িকে এগিয়ে নিয়ে যাবো, সকল মানুষের জন্য আমার দোয়ার খোলা থাকবে।
বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া বলেন, বাঘাইছড়িবাসীর জন্য আমি কতটুকু করতে পেরেছি জানিনা,তবে সাধ্যমত চেষ্টা করেছি, আমি যেখানেই থাকি বাঘাইছড়ি বাসী আমার অন্তরে থাকবে, তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply