নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন, যশোর থেকে।বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে ২৩ লাখ ঘুষের টাকাসহ যশোর বিমানবন্দরে আটক করেছে গোয়েন্দা সংস্থা। মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল শহরে বলে জানা গেছে।
এই বিপুল পরিমাণ ঘুষের টাকার পাচারের সাথে সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের সাথে আরেক জন রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জড়িত রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেনাপোল কাস্টমসের হেফাজতে দেয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে বলে ওই গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এ ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, মুকুল হোসেন ঢাকার উদ্দেশে্ বেনাপোল থেকে যশোর বিমানবন্দরে যান। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল তার। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয়। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৩ লাখ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে তাকে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানাগেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply