নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদর শহরের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং কারখানায় দেশিয় অস্ত্রের কারাখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৩০মিঃ দিকে এই অস্ত্রের কারখানার সন্ধান পায়। এসময় অস্ত্র তৈরির তিন জন কারিগর কে আটক করে ডিবি পুলিশ।
অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি নাইন এমএম পিস্তল (দেশিয় তৈরি), ৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন। আটক তিনজন হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং সদর শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম ৪০
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, আটক তিনজনের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এ অস্ত্র তারা কোথায় বিক্রি করে সেবিষয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে তিনি জানান।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করবো। এই ভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা এর সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখবো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply