ইউজার ফি’র অর্থ আত্মসাতের অভিযোগে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) এর ক্যাশিয়ার মোঃ আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার এজাহারের বরাত দিয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক মঙ্গলবার (২০ ডিসেম্বর) জানান, মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার মোঃ আব্দুছ ছাত্তার মিয়ার বিরুদ্ধে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা আত্মসাতের দায়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করে। অভিযোগের বিষয়ে মামলা রুজু ও তদন্তের জন্য কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ অপরাধে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ১৯ ডিসেম্বর (২০২২) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার আসামি মো. আব্দুছ ছাত্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
এজাহারে বলা হয়, মিটফোর্ড হাসপাতালের ক্যাশিয়ার মো. আব্দুছ ছাত্তার মিয়া চলতি বছরের ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা আদায় করেন। পরে অবৈধভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অসৎ উদ্দেশ্যে সরকারি কোষাগারে সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply