আনোয়ার হোসেন, ভালুকা, ময়মনসিংহ ঃ কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এতে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে শীতের কাপড় বেচাকেনা।
শুক্রবার ৩০ ডিসেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী-পুরুষ ও শিশুসহ ভিড় করেছেন ফুটপাতে বসা এসব সস্তা কাপড়ের দোকানগুলোতে। এই শীতে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত কেনাবেচা করেন দোকানিরা।
এ দিকে, দোকানিরাও কম দামের কাপড় নিয়ে বসেছেন ফুটপাতে। ফলে বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভালুকা বাজার সড়কের দুই পাশে বসেছে নতুন ও পুরনো কাপড়ের হাট। এ হাট-বাজারের দিকেই ঝুঁকে পড়ছেন অনেক ক্রেতারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, শীত থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতাদের বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে-শুনে কম দাম করে তারা কম দামের এসব নতুন এবং পুরনো কাপড় কিনছেন ক্রেতারা। ভালুকা পৌর শহরসহ বিভিন্ন মার্কেটগুলোতে বেচাকেনা কম বলছেন মার্কেট ব্যবসায়ীরা।
ফুটপাতের দোকানে কাপড় কিনতে আসা উথুরার শ্যামল বলেন, শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরনো কাপড়ের দাম তুলনামূলক কম, আর দেখতেও খুব ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানের কিনতে এসেছি। আমি একটি চাদর ও সুয়েটার কিনেছি বলে তিনি জানিয়েছেন এই ক্রেতা।
এ ব্যাপারে জানতে চাইলে দোকানদার বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ দোকানে করে বিক্রি করি। দাম কম হওয়াতে বেচাকেনা কম আর বেশি হচ্ছে। এ সময় শীত যতই বাড়বে এই কাপড়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন এ দোকানি।
ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল বলেন, শীতের সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন খোলা আকাশের নীচে এই দোকান গুলো থেকে একটু সস্তায় কিনতে পারে।
এতে অস্থায়ী ব্যবসায়ীরা উপকৃত হয়, আবার সাধারণ জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এ পোশাক গুলো ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply