মোঃ শাহীন হোসেন শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলার ৪নং বেনাপোল ইউনিয়নাধীন গয়ড়া গ্রামের অস্ত্র মামলার আসামী নুরনবী (৩৫) কে ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র মামলা সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, গয়ড়া গ্রামের অস্ত্রসহ একাধিক মামলার আসামী নুরনবী পলাতক থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ মাদক পাচার ও চোরাচালানিয় কাজে লিপ্ত ছিল। শনিবার (১৪ জানুয়ারী) সে মাদকের একটি চালান নিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পাচারের জন্য তার বাড়ীর সামনে অপেক্ষা করছিল। এমন গোপণ সংবাদ পেয়ে তাকে গ্রেফতারের জন্য পোর্টথানা পুলিশের একটি চৌকশ দল গয়ড়া গ্রামে সকাল ১০ টার দিকে অভিযান চালায়। পুলিশের অবস্থান টের পেয়ে সন্ত্রাসী নুরনবী পালাবার চেষ্টা করে, কিন্তু বিচক্ষণ ঐ চৌকশ পুলিশ দল অতি সন্তর্পণে নুরনবী’র বাড়ীর চারিদিক ঘিরে ফেলে, তাকে পালাবার সুযোগ না দিয়ে ঝাপটে ধরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ দল।
এ সময় তার কাছে থাকা নিষিদ্ধ ঘোষিত প্রাণঘাতী মাদক ইয়াবা (৭০ পিস) পাওয়া যায়।অভিযান সফল করতে দীর্ঘক্ষণ সময় লেগে যায় পুলিশের। এ সময় গ্রামবাসী পুলিশ কে সাহায্য করতে এগিয়ে আসে।
সন্ত্রাসী নুরনবী’র গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকা সন্ত্রাসী নুরনবী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা সহ মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল। তাকে গ্রেফতারের জন্য অত্র থানা পুলিশ নিজেদের সোর্স সহ অনেকেই তথ্যদানে সহায়তা করে। অবশেষে তার অবস্থান জানতে পেরে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ অদ্য ১৪/০১/২০২৩ ইং তারিখ ১০:২০ ঘটিকার সময় ৭০ (সত্তর) পিচ ইয়াবাসহ একাধিক মামলার আসামী নূর নবী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামী নুরনবী’র বাড়ী গয়ড়া গ্রামে, তার পিতার নাম মোঃ তফেল উদ্দীন আউলিয়া। তাকে যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে হস্তান্তরের জন্য তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply