আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ পোট থানা পুলিশ পুটখালী ইউনিয়নের এক গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে গতকাল শনিবার রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেলের এএসপি স্যারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালায়। পুলিশর উপস্থিতি দেখতে পেয়ে তারা পুলিশের উপর ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতা-কর্মীকে আটক করে। এ সময় ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply