চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাজী মিজানুর রহমান জয়লাভ করেছেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে পরাজিত করে জয়লাভ করেছেন অটো রিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।
১৬ মার্চ ২০২৩ খ্রীস্টাব্দ বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই প্রধানের চেয়ে ৩ হাজার ২শ ১৪ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান।
মোহনপুর ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী অটো রিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ২২ভোট ও আব্দুল হাই প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮’শ ৮ ভোট।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে আনারস প্রতীকে প্রার্থী আবুল কাশেম মাস্টার পেয়েছেন ১২২১ ভোট, মোটর সাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার পেয়েছেন ২৩৮ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাড. সেলিম মিয়া পেয়েছেন ১৪৪ ভোট, চশমা প্রতীকের প্রার্থী বদিউর রহমান পেয়েছেন ৬৭ ভোট, ঢোল প্রতীকের প্রার্থী আবু হানিফ অভি পেয়েছেন ১০৫ ভোট, টেলিফোন প্রতীকের প্রার্থী ফয়সাল আহমেদ নাদিম পেয়েছেন ৩৬০ ভোট, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী শরীফ মাহমুদ সায়েম পেয়েছেন ৫১ ভোট। উল্লেখ্য এই ইউনিয়নের উপ নির্বাচনে মোট ৫৪.০১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য পদে আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে ১২৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে আতাউর রহমান (তবিদ) তালা প্রতীকে পেয়েছে ৪৭৮ ভোট, অপর প্রার্থী শ্যামল চন্দ্র দাস মোরগ প্রতীকে পেয়েছেন ৩৫১ ভোট।
সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত একটানা ৯টি কেন্দ্রের ৫১টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটাররা জানান, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখা গেছে। এ থেকে আমি বলতে পারি, আমার ভোটটি সঠিক হয়েছে।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী মিজানুর রহমান বলেন, গত ২০ বছর যাবৎ মোহনপুরবাসী ভোট দিতে পারেনি। এবারই প্রার্থীদের স্বতঃফুর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নির্বাচন হয়েছে। এ বিজয় মোহনপুর ইউনিয়নের প্রতিটি জনগণের। আমার এই জয় আমি পুরো ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, প্রার্থী বাছাইয়ে ভুলের খেসারত দিতে হলো। গত কয়েকটি নির্বাচনে এই ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শামসুলহক চৌধুরী বাবুল নৌকার প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। মোহনপুর ইউনিয়নবাসী দীর্ঘ ২০ বছরপর চেয়ারম্যান পদে এবার ভোট দেওয়ায় আমরা অনেক খুশি।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মোহনপুর ইউপি’র উপ-নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ নির্বাহী ম্যাজিস্টেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। সকলের আন্তরিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর মৃত্যুবরণ করেন এবং ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাদের মৃত্যুতে ওই পদগুলো শূণ্য হয়।
নোহনপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮২ এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ৫৮০ জন। মোট ৯টি ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩টি।
মোহনপুর ও ইসলামাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা দেন।
আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই প্রধান বিভিন্ন অভিযোগ দেখিয়ে নির্বাচন ও নির্বাচনের ফলাফল বর্জন করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলমকে নির্বাচনে প্রভাব বিস্তার করেছন মর্মে সংবাদ সম্মেলন করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply