সাহিদা পারভীন, কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন, জেলার সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সকলের পারস্পরিক সহযোগীতায় আইন শৃংখলার উন্নয়ন করতে হবে। অপরাধীদের কোনভাবেই ছার দেওয়া হবে না। তিনি শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন ও আইন শৃংখলার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
বালিয়াকান্দি থানা পুলিশ আয়োজিত সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। সভায় বালিকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান,কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিমকে ফুল দিয়ে শুভেচছা জানান নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply