সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রবিবার যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে উপজেলার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কালুখালীতে স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি শুরু হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯:০০ টায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন জাতীয় জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ও ওসি (তদন্ত) আঃ গনি পুস্পস্তবক অর্পন করে জাতীর জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালুখালী সরকারী কলেজ, কালুখালী মহিলা কলেজ, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ওসি (তদন্ত) আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply