আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
এদের মধ্যে অটোরিকশা চুর ১জন, গাঁজা সহ ২জন, জুয়া আইনে ৫জন, গ্রেফতারী পরোয়ানায় ১জন, ধর্ষণ মামলায় ১জন ও অন্যান্য মামলায় ৬জন সহ মোট ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৬-০৩-২০২৩) রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ভালুকা মডেল থানার এস.আই মাহবুব-অর-রশিদ বিশেষ অভিযানে শেরপুর জেলার পশ্চিমশেরী এলাকা থেকে আবদুল আউয়ালের ছেলে অটো রিকশা চুর জরীপ বাদশাকে গ্রেফতার করেন। বাকীদের পুলিশ থানা এলাকার আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করেন।
ভালুকা মডেল থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম জানান, মাহে রমজান উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply