নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ ফেরত পাবেন কি না আগামীকাল বৃহস্পতিবার সেই রায় দেবেন হাইকোর্ট।
জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের জারি করা রুলের ওপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
এর আগে, গত ২৩ আগস্ট ২০২২ খ্রীস্টাব্দ জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন।
২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply