আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের সভাকক্ষে শিল্প কারখানার শ্রমিক নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৬ এপ্রিল সকাল ১১টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অত্র ইউনিটের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি মাসুদ রানা। বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ ট্রেডসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্যের উপর ভিত্তি করে তাদের সমস্যা সমাধানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন। আসন্ন ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন ভাতা প্রদানের লক্ষে শিল্প কারখানার মালিকদের পরামর্শ প্রদান করা হয়েছে বলে শ্রমিক নেতাদের আশ্বস্ত করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইন হাতে তুলে না নেওয়ার জন্য শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি । এসময় মালিক ও শ্রমিকদের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার জন্য সবাইকে পরামর্শ প্রদান করেন তিনি। শ্রমিক অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহ ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ইনচার্জ (সাবজোন ভালুকা-১), সহকারী পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply