আরবের সাথে মিল রেখে যারা চন্দ্র মাস হিসাব করে তাহারা নিঃসন্দেহে জ্ঞানহীন মূর্খ গোমরাহ। চন্দ্র দিবস এবং সৌর দিবস কখনোই এক নয়। চন্দ্র মাস বা হিজরী সাল শুধুমাত্র প্রত্যেক অঞ্চলের মানুষের কাছেই নতুন চাঁদ দেখার উপর নির্ভরশীল।
আরব অঞ্চলে যেদিন নতুন চাঁদ উদিত হবে সেদিন থেকেই আরবে চন্দ্র মাসের এক তারিখ হিসেবে গণনা করা হবে। কিন্তু যেদিন আরবের আকাশে নতুন চাঁদ দেখা গেলো, কিন্তু বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলো না, তাহলে সেই দিন কোন ভাবেই বাংলাদেশে চন্দ্র মাসের এক তারিখ হিসেবে গণনা শুরু করা যাবে না। এ বিষয়ে পবিত্র গ্রন্থে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করা হয়েছে। কিন্তু ইহা না বুঝেই এক শ্রেণীর অতি উৎসাহী মুর্খ জ্ঞানহীন গোমড়া ধর্মান্ধ ধর্মব্যবসায়ী মোল্লা মৌলভী পীর ফকির ফতোয়াবাজী দিয়ে সাধারণ ধর্মভীরু মানুষদের মানসিক অপহরণ করে প্রতিনিয়ত বিভ্রান্ত বিভেদ সৃষ্টি করে যাচ্ছে।
পবিত্র গ্রন্থে বলা হয়েছে,
“লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে নতুন চন্দ্র সমূহের ব্যাপারে। বলে দাও যে, এটি মানুষের জন্য সময় সমূহের নির্ধারণের জন্য ও হজ্জের জন্য সময় নির্দেশক।”
(সূরা আল বাকারা, আয়াত নং-১৮৯)
উল্লেখ্য পবিত্র গ্রন্থের আয়াতে ‘নতুন চাঁদ’ না বলে ‘নতুন চাঁদ সমূহ’ বলার কারণ হ’ল এই যে, সদা পরিভ্রমণশীল চাঁদ প্রতি মিনিটে ও সেকেন্ডে পৃথিবীর নতুন নতুন জনপদে নতুনভাবে উদিত হয়। ফলে এক চাঁদ বহু নতুন চাঁদে পরিণত হয়। এর সাথে মিল রেখেই বলা হয়েছে “মানুষের জন্য সময় সমূহের নির্ধারণের জন্য।” চাঁদের বহুবচন আনার কারণ এই যে, চাঁদ যে অঞ্চলে ওঠে, সে অঞ্চলের সময় আগের অঞ্চল থেকে পৃথক। ফলে চাঁদ যত অঞ্চলে যখনই উদয় হবে, তত অঞ্চলে তখনই তার উদয়ের সময়কাল হিসাবে গণ্য হয়। সুতরাং, এই হিসাব মতে যাহারা আরবের সাথে মিল রেখে চন্দ্র মাসের গণনা করে তাহারা নিঃসন্দেহে বিভ্রান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। মহান আল্লাহ দয়াকরে আমাদেরকে সঠিক ভাবে তার পবিত্র গ্রন্থ বুঝে জীবন পরিচালনা করার জ্ঞান দান করুন।
সুফি মোহাম্মদ আহসান হাবীব
২১ এপ্রিল ২০২৩ খ্রীস্টাব্দ
২৯ রমজান ১৪৪৪ হিজরী
শুক্রবার, ১৬:০০ অপরাহ্ন
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply