আজ ২১ এপ্রিল ২০২৩, ২৯ রমজান ১৪৪৪ হিজরী শুক্রবার মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পেশাজীবী সমবায় সমিতির পক্ষ থেকে সংগঠন ও সমিতির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পেশাজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টু ও বাংলাদেশ পেশাজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং দুরন্ত সত্যের সন্ধানে (দুসস) এর ব্যাবস্থাপনা পরিচালক, সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আহসান হাবীব এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ সমাজের পিছিয়ে পড়া হত দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোঃ জাফর ইকবাল নান্টু বলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পেশাজীবী সমবায় সমিতি সবসময় বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং অস্বচ্ছল দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের জন্য কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠন ও সমিতির নিজস্ব অর্থায়নে আজকে আমরা বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং অসহায় হতদরিদ্র অস্বচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে প্রায় সহস্রাধিক ঈদ উপহার সামগ্রী প্যাকেট বিতরণ করতে পেরে আনন্দিত। আমরা সবসময় বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ সমাজের অস্বচ্ছল পিছিয়ে পড়া হত দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই মহতী উদ্যোগের সাথে যদি সমাজের ধন্যাঢ্য বিত্তবান ব্যক্তিগণ সহযোগিতা করতেন তাহলে হয়তো আজকের এই ঈদ উপহার সামগ্রী আরো অনেক বেশি মানুষের মাঝে পৌঁছে দিয়ে সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে পারতাম। মানবতার কল্যাণে আমাদের এই উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
মোহাম্মদ আহসান হাবীব বলেন, আমরা সবসময় আর্ত মানবতার কল্যাণে মানুষের পাশে আছি এবং সারাজীবন আমাদের এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে। আর্ত মানবতার কল্যাণে আমাদের এই উদ্যোগের সাথে যদি সমাজের কোন বিত্তবান ব্যক্তিগণ সহযোগিতা করেন তাহলে আমরা আরো বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবো বলে আমরা মনে করছি।
বিশেষ দ্রষ্টব্যঃ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানার্থে আমরা তাদের ছবি প্রকাশ করি না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply