November 29, 2023, 11:20 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
ভালুকায় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত এমপি ধনু টাঙ্গাইলে মহাসড়কের পাশে রাখা বাসে অগ্নিসংযোগ  টাঙ্গাইল জেলায় ৮টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকার টিকিট পেলেন যারা। গাজীপুরে গণফ্রন্টের এমপি প্রার্থী আতিকুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর অভিযোগ পরিবারের। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ পবিত্র গ্রন্থে। বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-থেকে বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর ত্রিশ জনের মনোনয়নপত্র সংগ্রহ টেকসই উন্নয়নে নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা। লায়ন মোঃ গনি মিয়া বাবুল বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পাচার হওয়া ৪২ জন দেশে ফেরত। গাসিক মেয়র জায়েদার নির্বাচন বাতিলের মামলার বাদীকে কোর্টের সামনে থেকে অপহরণ, নেপথ্যে জায়েদা পুত্র জাহাঙ্গীর। বাতিঘর ফাউন্ডেশনে’র উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ। বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সেন্টু, সম্পাদক সাইদ। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে কৃষিমন্ত্রীর দুর্গে নৌকার মাঝি হতে চায় ৬ জন ভালুকায় বাস চাপায় বৃদ্ধ নিহত তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন অফিসে সাব রেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না। বেনাপোল চেকপোস্টএ পাসপোর্টধারী দেশ ও বিদেশী যাত্রীদের সাথে প্রতারণা ১০ টি দোকানে তালা। সাজাপ্রাপ্ত আসামী কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির কাছে প্রবীন সাংবাদিকের লিখিত অভিযোগ। বেনাপোল সীমান্তে ১৮ পিস সোনার বারসহ এক পাচারকারী গ্রেফতার। অবশেষে ৯ ঘন্টাপর ঢাকার সাথে উত্তর বঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই। মোমিন মেহেদী তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ২২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সাধারণ সম্পাদক কে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ, সাংবাদিক নির্যাতনের ঘটনার গণতদন্ত করবে ডিইউজে। অবৈধ ভাবে প্রকাশিত দৈনিক ইয়াদের লম্পট তোফাজ্জল ও নাসরিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে ডিসির নির্দেশনা। সংবিধান মোতাবেক তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে জনপার্টির অভিনন্দন গার্মেন্টস শ্রমিকদের ঘোষিত খসড়া মজুরী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ বসুমতি পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ৪ জন আটক। আমি অপেক্ষায় আছি। টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ। বেনাপোল থেকে অপহৃত শার্শার ওমর ফারুক সুমন হত্যাকান্ডের প্রধান আসামী সহ গ্রেফতার ৩ সংবিধান মোতাবেক তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে জনপার্টির অভিনন্দন

বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফ এর ঋণ নিয়েছে। -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফ এর ঋণ নিয়েছে। -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুসস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। এদিকে, বৈশ্বিক ঋণ দাতা সংস্থাটি ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

শনিবার বিকেলে দ্য রিজ-কার্লটন হোটেলের সভাকক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছি।’ আইএমএফ সম্প্রতি বাংলাদেশের জন্যে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ব্যাপক প্রশংসা করেছেন আইএমএফের এমডি যা কোভিড-১৯ মহামারির পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছে।

মোমেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে উদ্ধৃত করে বলেন, “বিশ্বে বাংলাদেশ একটি রোলমডেল (সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে) কারণ, দেশটি এমনকি করোনা মহামারির পরও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে।”

আইএমএফ প্রধান বলেন, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এছাড়া, ক্রিস্টালিনা কোভিড-১৯ মহামারিকালে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখারও প্রশংসা করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন। তিনি বলেন, “দেশের উন্নয়ন একদিনে হয়নি বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল।”

শেখ হাসিনা বলেন, পট পরিবর্তনের পর কারাগারে থাকা অবস্থায় তিনি যেভাবে বাংলাদেশের উন্নয়ন চেয়েছেন সেভাবে তাঁর পরিকল্পনা করেন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন।

তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আইএমএফের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে আশা করেন।

ব্রিফিংকালে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আবদুর রউফ বলেন, গত ১৪ বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে এবং দেশটি কখনই এর থেকে বিচ্যুত হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি নিয়ে আইএমএফের সাথে কাজ করছে যা বাংলাদেশ মাত্র দু’সপ্তাহের আলোচনার মাধ্যমে পেয়েছে, যদিও অনেক দেশ বছরে পর বছর ধরে আলোচনা চালিয়েও পায় না।

আইএমএফ প্রধানকে উদ্ধৃত করে রউফ বলেন, “আইএমএফ ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

ব্রিফিংকালে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com