ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জুরপূর্বক জমি জবর দখল চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় শহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এই ঘটনায় আঃ মজিদের ছেলে মহিউদ্দিন খোকন বাদী হয়ে কাশর গ্রামের গাজী শেখের ছেলে বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরাবড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের আলতাফ হোসেন কাশর মৌজার সাবেক ১৩৬ হাল -১৬২৯ নং দাগে সরকারের কাছ থেকে ৩ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখলে আছে। ঘটনার দিন ২৭ এপ্রিল একই এলাকার আঃ মালেকের ছেলে সাইফুল ইসলাম ও কাশর গ্রামের গাজী শেখের ছেলে বাচ্চু মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি সংগবদ্ধ দল দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আলতাফ হোসেনের জমিতে টিন ও বাশ দিয়ে বাউন্ডারি নির্মানের প্রস্তুতি নিলে আলতাফ হোসেনের ভাতিজা মোঃ শহিদ বাধা প্রদান করলে সন্ত্রাসিরা শহিদের উপর হামলা চালায়। পরে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছালে ছত্রভঙ্গ পালিয়ে যায়। এসময় স্বজনরা শহিদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে অভিযোক্ত সাইফুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনি সাংবাদিক আপনি তদন্ত করেন আমি বলবো কেন? এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই চন্দন চন্দ্র সরকার জানান, পিছনের জমিটা মহিউদ্দিন খোকন ও শহিদদের আর সমানের জমিটা বাশার, বাচ্চু ও সাইফুল ইসলাম গংরা দাবী করছে, তবে সামনের জমিটা প্রকৃতপক্ষে কার সেটা এখনো জানিনা। দুই পক্ষের কাগজপত্র দেখলে বলা যাবে সামনের জমিটা আসলে কার।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply