আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় সাবেক যুবলীগ নেতাকে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জুন শুক্রবার বিকালে সাবেক যুবলীগ নেতা ভুক্তভোগী মনিরুজ্জামান মনির ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম রাজধানী হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ওই সাংবাদিক সম্মেলনটি করেন।
সাংবাদিক সম্মেলনে মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার পাড়াগাঁও মৌজায় এনডিই কোম্পানির জন্য তিনি ওই এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তির ৩১ শতক জমি ক্রয়ের জন্য ২২ লক্ষ টাকা বায়না দেন। কিন্তু শফিকুল ইসলাম টাকা নেওয়ার পরও জমি রেজিস্টি করে না দিয়ে উল্টো জেলা প্রশাসক, বিভাগীয় বন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এমন কি মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে তার ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শফিকুল ইসলাম এর দাদা বাংলাদেশের একজন তালিকা ভুক্ত রাজাকার। শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ সিদ্দিকি (টিপু), আমির হোসেন, নাঈম সরকার ও আব্দুর রউফসহ সঙ্গবদ্ধ একটি চক্র তার নিকট ওই জমি রেজিস্টি করে দিবে বলে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজাকার পরিবার সদস্যরা দ্ধারা এমন হয়রানি ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী মনিরুজ্জামান মনির।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply