মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, জেলা প্রতিনিধি কক্সবাজার। নির্ধারিত স্হান ৩ নং ইসলামাবাদ ইউনিয়নে হচ্ছে ঈদগাঁও উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স ভবন।
কক্সবাজার জেলায় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপনের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত রীট মামলাটি খারিজ করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। গত ০১/০৬/২০২৩ইং তারিখে মাননীয় বিচারপতি জনাব মো: খসরুজ্জামান ও মাননীয় বিচারপতি জনাব মো: খাইরুল আলমের দ্বৈত বেঞ্চ সরকার কর্তৃক নির্ধারিত ইসলামাবাদ ইউনিয়নের জমি অধিগ্রহণ প্রক্রিয়া বৈধ ঘোষণা করে এই রায় প্রদান করেন। যার ফলে কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ইসলামাবাদ ইউনিয়নে জায়গা অধিগ্রহণে আর কোন প্রকার আইনগত বাধা থাকলো না।
আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলা সদর দপ্তর স্থাপনের কাজ দ্রুত শেষ হবে এবং ঈদগাঁওবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ পাবে।
উক্ত মামলা বাদী ঈদগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আলমলের করা মামলার পক্ষে সিনিয়র এডভোকেট জনাব মনজিল মোর্শেদ শুনানী করেন এবং বিবাদী পক্ষের মামলার শুনানি করেন ব্যারিস্টার মিজান সাঈদ এবং তাকে সহযোগিতা করে এডভোকেট মোহাম্মদ শাহজাহান। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অব্যাহত ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব হেলালুদ্দিন মহোদয়ের সুপারিশ ক্রমে ইসলামাবাদ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনগণের সার্বিক সহযোগিতায় কক্সবাজার জেলায় পাঁচ ইউনিয়ন নিয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবন নিকার সুপারিশে ইসলামাবাদ ইউনিয়নের মাটিতে সদর দপ্তর ভবনের জন্য জমি অধিগ্রহণ করার প্রস্তুতি কালে বাদী পক্ষ মামলা দায়ের করেন। এবং দীর্ঘ ১৮ মাস যাবত মহামান্য হাইকোর্টে মামলাটি পরিচালনার একপর্যায়ে গত ১জুন ২৩ইং তারিখে মামলাটি খারিজ করে দেন। যার ফলশ্রুতিতে ইসলামাবাদ ইউনিয়নে উপজেলা ভবন স্থাপনে আর কোন আইনগত বাধা রইলনা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply