টাঙ্গাইল প্রতিনিধিঃ দলীয় নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে অনড় থাকায় বাসাইল উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটলসহ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বশীল ৩ জন নেতাকে দলীয় পদ পদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল, কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবদলের আহবায়ক মো.শাহানুর ভুইয়া জুয়েল, ও কাউন্সিলর প্রার্থী বাসাইল পৌর যুবদলের আহবায়ক মো.বাবুল আহমেদ।
৯ জুন শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি ইতোমধ্যে ওই ৩ নেতাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে তাদের নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’ বলে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে এনামুল করিম অটল বলেন, আমি শোকজের আগেেই দলের পদ থেকে পদত্যাগ করেই নির্বাচনী মাঠে নেমেছি। তাছাড়াও শোকজের জবাও দিয়েছি। এর পরে বহিষ্কারের সিদ্ধান্তের কোন বৈধতা নেই বলে আমি মনে করি। এখন পেছনে যাওয়ারও সুযোগ নেই। ভোটারদের কাছে আমরা হেয়প্রতিপন্ন হব। নির্বাচনে আমরা বিজয়ে আশাবাদী। জয় পেলে দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আমরা আশাবাদী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও পদধারী কোনও নেতা প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইলে বিএনপির তিন নেতাকে বহিষ্কার সংক্রান্ত একটি চিঠি প্রকাশের বিষয়টি তার জানা নেই বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply