নতুন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকপাশ হতে হবে, এছাড়া সাংবাদিকদের অবশ্যই প্রেস কাউন্সিল এর সনদ নিতে হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম জানিয়েছেন, নতুন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতকপাশ হতে হবে, এছাড়া সাংবাদিকদের অবশ্যই প্রেস কাউন্সিল এর সনদ নিতে হবে। সে আলোকেই প্রস্তাবিত আইনের খসড়া করা করা হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার বিকালে গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভায় তিনি এ কথা জানান।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সারা দেশে জেলা প্রসাশক ও তথ্য কর্মকর্তার মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকল সাংবাদিকদের তথ্য প্রেস কাউন্সিলে সংরক্ষণ থাকবে ডাটা বেইজের মাধ্যমে।
ইতোমধ্যে ২২ জেলার তথ্য পাওয়া গেছে। বাকি জেলাগুলোর কাজ চলমান রয়েছে। ডাটাবেইজ তৈরি হলে এবং প্রস্তাবিত আইন পাশের পর ইচ্ছা করলেই কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবেন না বলেও জানান, বাংলাদেশ প্রেস কাউন্সেলের চেয়ারম্যান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply