ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাব প্রঙ্গনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভালুকা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ক্লিন আপ ভালুকার উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, পরিবেশ কর্মী ও সাংবাদিক রফিকুল ইসলাম, ক্লিন আপ ভালুকার উপজেলা কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন, ডেপুটি কো-অর্ডিনেটর রোমান আহম্মেদ নকিব, টিম লিডার (ওয়েলকাম ফিমেল) আইরিন খানম, সদস্য আব্দুল্লাহ আনসারী আকরাম, তন্ময় হাসান, তানজিম হাসান মুন, জামিউল আরাফ সামি প্রমুখ।
ক্লিন আপ ভালুকার উপজেলা কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন জানান, ‘ক্লিন আপ বাংলাদেশ এবারের বর্ষায় পাঁচ হাজার ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করবে। শুধু গাছ রোপনই নয় ক্লিন আপ টিম রোপনকৃত গাছগুলো রক্ষণাবেক্ষণও করবে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply