নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরির অভিযোগে সজিবুল আলম (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার (১৩ আগস্ট) বিকেলে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার সজিবুল আলম ঝিনাইদহ জেলার মঞ্জু মোল্লার ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা নাসির সুপার মার্কেটের সাউদা অনলাইন জোন নামের দোকানে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণা করে অবৈধভাবে ডিজিটাল মাধ্যম (কম্পিউটার) ব্যবহার করে জাল জাতীয় পরিচয় পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করে আসছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply