আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ মুজিব শতবর্ষে, স্বাধীনতার স্পর্শে, শেখ হাসিনা, র জয় বিশ্বের বিস্ময়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ও নজরুল, এ স্লোগানে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও ভাওয়াল কৃষ্টির আয়োজনে দুই বাংলার শিল্পীদের নিয়ে ভালুকায় অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা।
শুক্রবার ৮ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ হল রুমে পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে,আফতাব উদ্দিন মাহবুবের সঞালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান উদ্বোধন করেন উপার বাংলার দোলন চাপা ফাউন্ডেশনের, কবি তীর্থ চুরুলিয়া বর্ধমান, সভাপতি সোনালী কাজী। অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করেন, ভারতের সংগঠক ও বাচিক শিল্পী কোহিনূর কাজী,বাচিক শিল্পী নুরুজ্জামান, শুক্তিকা গঙ্গোপাধ্যায়, সু চন্দ্রিতা চক্রবর্তী, আষিক ঘোষ, রন্জনা কর্মকার, চন্দ্রিকা বন্দোপাধ্যায়, মানস সিনহা, এডঃ ইমদাদুল হক সেলিম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, জয়া চক্রবর্তী । স্বাগত বক্তব্য রাখেন কবি সাজ্জাদুল আলম শাহিন। অনুষ্ঠান শেষে শিল্পীদের বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply