নারায়ণগঞ্জে সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদ মানবতার সেবায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ৩ দিনের বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক কার্যালয়ে ৪ নভেম্বর শনিবার বিকেলে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন মানব কল্যাণ পরিষদের যুগ্ম মহাসচিব ও জনতা ব্যাংক লি: প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিবাল অফিসার মোহাম্মদ মেহেদী হাছান।
সরকারী ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সফল আত্মকর্মীর পুরস্কার প্রাপ্ত সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। বেকার তরুন তরুনীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে মানব কল্যাণ পরিষদের বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নারী উদ্যোক্তা মেকাব আটিষ্ট কাজী আফরিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়েশা আক্তার, কোর্সের টিম লিডার সফল আত্মকর্মী বুবলি আক্তারসহ অন্যান্য। ক্লাস চলাকালীন সময়ে অনুভূতি ব্যক্ত করেন বিউটিফিকেশন কোর্সের শিক্ষার্থী স্বপ্না আনোয়ার, সাদিয়া আফরিন প্রমূখ।
উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ দীর্ঘদিন যাবৎ মানবিক কার্যক্রমের পাশাপাশি আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে যুব নারী-পুরুষদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষিত যুবরা যেন নারায়নগঞ্জকে আলোকিত করে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ শত বাধা বিপত্তি অপেক্ষা করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply