ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এবং মিরপুর-৬ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়
আজ সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম গণমাধ্যমে জানান, রাত ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
তিনি বলেন, কাভার্ডভ্যানটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। অজ্ঞাত কিছু লোক এসে সেটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানান ওসি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পর একটি মাইক্রোবাসে চড়ে পালানোর চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।
যারা কাভার্ডভ্যানে আগুন দিয়েছে পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি নূরে আযম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, মিরপুর-৬ এলাকায় রাত সাথে নয়টার অজ্ঞাত দুর্বৃত্তরা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় বলে জানা যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply