শেখ নজরুল ইসলামঃ একমুখী শিক্ষা হল মাধ্যমিক স্তর পর্যন্ত সকল ক্ষেত্রে এক সিলেবাসের অন্তর্ভুক্ত শিক্ষা পদ্ধতি।
বাংলাদেশের প্রেক্ষপটে একমুখী শিক্ষা কথাটি বেশ গুরুত্বের দাবি রাখে।
আমাদের দেশে বহুমুখী শিক্ষা পরিচালিত হয়ে আসছে, যেমন ১. সাধারণ শিক্ষা, ২. মাদ্রসা শিক্ষা (ক) আলিয়া মাদ্রাসা (খ) কওমি মাদ্রসা, ৩. বৃত্তিমূলক শিক্ষা (ক) ভোকেশনাল (খ) বিজনেস ম্যানেজমেন্ট, ৪. ইংরেজী শিক্ষা (ক) বাংলা মিডিয়াম (বাংলা সিলেবাসকে ইংরেজী অনুবাদ) ও (খ) ইংরেজী সিলেবাস (ব্রিটিস কাউন্সিল কর্তৃক প্রচলিত সিলেবাস)
যা কিনা একটি জাতির বিবেক ভিন্নতায় বিভক্তিতে বেরে উঠছে। এ থেকে মুক্তির উপায় একমূখী শিক্ষা বাস্তবায়ন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply