টাঙ্গাইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলের আটটি আসনে ৭১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমাদানের শেষ দিন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৮টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৮জন, স্বতন্ত্র প্রার্থী ২৩ জন, জাতীয় পার্টির ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩ জনসহ অন্যান্য দলের মোট ৭১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য যোগ্য প্রার্থী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি (আওয়ামী লীগ), সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র) ও মোহাম্মদ আলী (জাতীয় পার্টি)।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান এমপি তানভীর হাসান ছোটমনির (আওয়ামী লীগ), গোপালপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার (স্বতন্ত্র) ও হুমায়ুন কবির তালুকদার (জাতীয় পার্টি),
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কামরুল হাসান খান (আওয়ামী লীগ), সাবেক দুইবারের এমপি আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র) ও আব্দুল হালিম (জাতীয় পার্টি)।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার (আওয়ামী লীগ), সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (জাতীয় পার্টি), সারওয়াত সিরাজ (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন (আওয়ামী লীগ), দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন (স্বতন্ত্র), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিনবারের পৌর মেয়র জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র), কেন্দ্রীয় বিএনপির বৃহিস্কৃত সদস্য এডভোকেট খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র), কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন তন্ম (স্বতন্ত্র), মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি হাসরত খান ভাসানী (স্বতন্ত্র), মোজাম্মেল হক (জাতীয় পার্টি)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু (স্বতন্ত্র), সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম (জাতীয় পার্টি), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী আনিসুর রহমান বুলবুল (স্বতন্ত্র), মামুনুর রহিম (জাতীয় পার্টি), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান এমপি খান আহমেদ শুভ (আওয়ামী লীগ), মির্জাপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্ট (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই (স্বতন্ত্র) ও আরমান হোসেন তালুকদার (কৃষক শ্রমিক জনতা লীগ)।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবক এমপি অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), রেজাউল করিম (জাতীয় পার্টি)
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply