নিজস্ব প্রতিনিধিঃ প্রতিষ্ঠানটির দরজায় নামফলকে দেখাযায় তাদের রেজিস্ট্রেশন নং-১৮৯০২৫। রামপুরা, পূবালী ব্যাংক সংলগ্ন, ঢাকা – ১২১৯
সম্প্রতি আরমান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে অভ্যন্তরীণ জনশক্তি নিয়োগে অনিয়ম, অবৈধ উপায়ে টাকা গ্রহণ ও প্রতারণার অভিযোগ উঠেছে। কোম্পানিটি বিভিন্ন সময়ে বিভিন্ন পেশার বিভিন্ন কোম্পানিতে অভ্যন্তরীণ জনশক্তি নিয়োগ দিয়ে থাকে। প্রতারণার শিকার এমন দু’জন ভুক্তভোগী তাদের প্রতারণার কথা বিস্তারিত জানান আমাদের প্রতিনিধির মাধ্যমে।
মোহাম্মদ রবিউল আউয়াল, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও মো. সোহাগ রানা, বাড়ি রাজশাহী, গত ১/৯/২০২৩ইং তারিখে কোম্পানিটির অফিসে গিয়ে নিজনিজ জীবন বৃত্তান্ত জমা দেয়। এরপর চাকরিতে নিশ্চিত নিয়োগ দেওয়া হবে বলে অফিস খরচ ও মেডিকেলের জন্য তাদের কাছ থেকে টাকা গ্রহণ করে অফিস কর্তৃপক্ষ। আল আমিরাত মেডিকেল সার্ভিসেস এ মেডিকেলে পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তাদের নিয়োগ প্রদান করা হয়নি।
মেডিক্যাল পরীক্ষা করতে দেওয়ার দুইদিন পরে তাদের বলা হয়, ‘তোমরা বাড়ি চলে যাও তোমাদেরকে পরে ডাকা হবে’! অতঃপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভুক্তভোগীদ্বয় এডমিন অফিসার মোহাম্মদ শাহরিয়ার কে মোবাইল ফোনে কল করলে শাহরিয়ার তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাকরি হবে না বলে জানিয়ে দেয়। এ কথা শুনার পরে ভুক্তভোগীরা বিমুর্ষ হয়ে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ কোম্পানিটি এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসছে। তারা আরও জানান কোম্পানির কর্মকর্তাদের চাকুরী নিয়োগের জন্য বার-বার বলা হলেও বিভিন্ন তালবাহানা দেখিয়ে নিয়োগ না দিয়ে অযথা সময় অতিক্রান্ত করে পরে আর চাকুরী দেয় না। টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখায়। এ ব্যাপারে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কোম্পানিটির বিস্তারিত তদন্তের জন্য অনুরোধ জানান যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালাতে না পারে।
প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, তাদের দুইজনের কাছথেকে মেডিকেল করানো বাবদ ৩০০০x২=৬০০০/- টাকা। এবং অফিস খরচ বাবদ ১০০০x২=২০০০/- টাকা সর্বোমোট ৬০০০+২০০০=৮০০০/- আট হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার দুই ব্যাক্তি দ্রুত কোম্পানির পরিচালক কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply