বরিশালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম (২৩) কে আটক করেছে র্যাব। সোমবার (৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কে অভিযান চালায় তারা। এসময় আটক তরিকুলের গাড়ি তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোরের শার্শা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী বরিশালে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন খবর পেয়ে র্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বরিশাল-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় পিরোজপুর জেলার সদর এলাকায় একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি চালায় তারা।
এসময় গাড়িতে থাকা ফেনসিডিলসহ মোঃ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তরিকুল ইসলাম যশোরের শার্শা থানার মোঃ ছাবেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাতে তরিকুল জানায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশালের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply