নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের অন্যতম সহযোগী মো. রফিক ওরফে বার্মায়া রফিক সহ চারজনকে বিপুল পরিমান মাদক ও অস্ত্রসহ আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ ডিসেম্বর) গভীর রাতে রঙ্গীখালীর গহীন পাহাড়ী আস্তানা ও বড় হাবিব পাড়ায় বসতঘরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ধৃতরা হলেন- টেকনাফের হ্নীলার ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং সুইচপাড়া এলাকায় বসবাসকারী আব্দুল কাদেরের পুত্র মোঃ রফিক আহাম্মেদ প্রকাশ বার্মাইয়া রফিক (৪০), তার একান্ত সহযোগী মৌলভীবাজার এলাকার নুর আলমের পুত্র ফরিদ আলম (২৮), টেকনাফের ৮ নং ওয়ার্ডের বড় হাবিবপাড়ার মৃত অলিচাঁনের পুত্র সৈয়দুর রহমান (৪৯) এবং আজিজুর রহমান (৪৪)।র্যাব সুত্রে জানা যায়, ধৃত রফিক সীমান্তে মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী এবং মাদক চোরাকারবারির অন্যতম হোতা নবী হোসেনের অন্যতম সহযোগী।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলায় রঙ্গীখালির গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে তার সহযোগী ফরিদ আলমসহ আটক করে। এমসয় ৩ লাখ ১৪ চৌদ্দ হাজার পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২টি ওয়ান শুটার গান এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করাহয়।ধৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও মাদক’সহ ৩টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।এদিকে অপর একটি অভিযানে টেকনাফের বড় হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে সৈয়দুর রহমান ও আজিজুর রহমানকে ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করে। তাদের বসত ঘরে তল্লাশী চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী হতে ফেনসিডিল সংগ্রহপূর্বক নদী পথে মহেষখালী হয়ে পাশ্ববর্তী দেশে পাচারের জন্য টেকনাফে মজুদ করছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক কারবারীদের আটক হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-ফাহাদ মোল্লা
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply