নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় ঢাকার অভিজাত এলাকা বেইলি রোডের ৭তলা ভবনে। উক্ত ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টসহ ৩০-৩৫ টি ছোট বড় একাধিক রেস্টুরেন্ট রয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে পারিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উক্ত অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন লোক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়; এবং অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি উক্ত ঘটনায় অনুতপ্ত দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য যে, ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট গুলো কেহই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য নন বলে জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। যদি সদস্য হতেন তাহলে সমিতির মাধ্যমে পুনর্বাসনের বিষয়টি সর্বোপরি দ্বায়িত্ববোধের উর্ধে হতো। এই রকম মর্মান্তিক দূর্ঘটনার বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সুষ্ঠু তদন্ত চায় এবং তদন্তে দোষী সাব্যস্তদের দৃষ্টান্তমূলক জোড়ালো শাস্তির দাবী জানানো হচ্ছে।
নেতারা বলেন, আল্লাহপাক আমাদের সকলকে যেন, এই ধরনের বিপদ থেকে হেফাজতে রাখেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply