নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (রেজিঃ নং বি-২০৯১) মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৫ অনুযায়ী আল আমিন সরকার কে সভাপতি ও ফাহাদ মোল্লা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চত করে গত শুক্রবার (৫ এপ্রিল ) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত এক পত্রে দেশের অন্যতম বৃহৎ শ্রম সেক্টর সড়ক খাতে কর্মরত শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় শ্রম ইস্যুতে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত কামনা করা হয়েছে।
আল আমিন সরকার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের মুন্সিগঞ্জ জেলা শাখার বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। শ্রমিক লীগের আঞ্চলিক কর্মকাণ্ড বৃদ্ধিকল্পে একাধিক শ্রেণি-পেশার বেসিক ট্রেড ইউনিয়ন গঠন করেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক কে সাথে নিয়ে পরিবহন শ্রমিক দের পাশে থেকে কাজ করেন তাই তিনি তার বর্তমান কমিটির সভাপতি হিসেবে পূর্বের থেকে আরো ভালো কিছু করবেন বলে আশা ব্যাক্ত করেন। অপরদিকে কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে পূর্বের কমিটির সিনিয়র সহ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফাহাদ মোল্লা কে। ইতিপূর্বে তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক লীগ টংগিবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সদস্য এবং বিলস্-এলআরএসসি, সেন্টারের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত থেকে প্রচলিত শ্রম আইন ও শ্রমবিধি অনুযায়ী সকল শ্রেণি-পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চতুর্থ শিল্পায়নের বিশ্বে শ্রমিক আন্দোলন জোরদার করতে কাজ করে যাচ্ছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply