সেলিম রেজা, সাধারণ সম্পাদক মু.স.স.ক.(কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম যেভাবে টেলিফোনে ৭১ টিভি চ্যানেলে বলেছেন তাতে মনে হলো তিনি ঐ ফোনের অপেক্ষায় ছিলেন। আদালতের রায়ের কথা বললেন। বিনয়ের সাথে আপনার কাছে সারা বংলার মুক্তিযোদ্ধার সন্তানেরা জানতে চায় (১) আদালতে আতিক বাবু যায়নি আপনি আদালতে উপস্থিত ছিলেন আদালত সেদিন কি রায় দিয়েছিল নাকি দূততার সঙ্গে পূর্নাঙ্গ শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছিল ?
(২) আদালতে মামলা জিততে গিয়ে সাবেক মহাসচিব প্রশাসন এমদাদ হোসেন মতিন ওরফে ক্যাসিনো মতিন স্বাক্ষরিত আংশিক আহবায়ক কমিটির চিঠিতে উল্লেখ “আপনার (আতিক বাবুর) আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা সংসদ এর সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে আহবায়ক করে আংশিক কমিটি গঠন করা হলো” মুক্তিযোদ্ধা সংসদ এর সভায় আপনার কমিটির কতজন উপস্থিত ছিলেন ?
(৩) আমরা দেখেছি মেহেদী হাসানের বিষয়ে তদন্ত কমিটির বিষয়, তারা কি আসলেই তদন্ত কমিটির এক একজন হিসেবে স্বাক্ষর দিয়েছেন ?
(৪) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্র ধারা ৯ এর উপধারায় উল্লেখ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক কমিটি গঠনের পর নীতিমালা প্রনয়ণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাবে, পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে, নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে পূর্ববর্তী পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব হস্তান্তর করবে। নীতিমালার ধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদকাল ৫ বছর তাহলে কমিটির মেয়াদ ৩ বছর হতে না হতে পূরো কমিটি বিলুপ্তি ঘোষনা কেন ?
বিষয়টা কি আপনাদের তৈরী গঠনতন্ত্র ও নীতিমালা পরিপন্থী নয় ?
আপনাদের কমিটির মেয়াদকাল ৩ বছর, ৪ বছরের জন্য আপনারা কোর্টে গেলেন কেন ? উদ্দেশ্য-সন্তানদের মাঝে বিভাজন নয় কি ?
নাকি আপনাদের ক্যাসিনো বানিজ্য মেহেদী ও তার কমিটি জেনে যাবে, প্রতিরোধ করবে এই ভয়েই এরকম একটি নাটক মঞ্চথ করেছিলেন ? আসলে কোন বিষয়ে কারো পক্ষে গেলে নিজেকে বিচারক সাজা আর বিপক্ষে গেলে উকিল সাজা এহেন চরিত্র থেকে বেড় হয়ে এসে সন্তানদের মাঝে বিভাজনের ইতি টানাটাই কি জরুরী নয় ?
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply