ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম ঘুর্ণিঝড় রিমালের আঘাতে বাংলাদেশের উপকূল অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি ও নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে রিমাল প্রচন্ড বেগে আঘাত হানে, এতে মানুষের ঘর-বাড়ী ভেঙ্গে ঝড়ে উড়ে যায় এবং গবাদী পশু ও ফসলের জমি তলিয়ে যায়। এছাড়াও বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫জন মানুষের মৃত্যুর সংবাদ পাই। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ জেলাগুলোতে ত্রাণ তৎপরতা জোরদার, মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত লোকদের দ্রুত চিকিৎসার দাবি জানান। পাশাপাশি তারা বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের ক্ষতিগ্রস্থ লোকদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply